শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন

বন্যায় ক্ষতিগ্রস্তদের এক দিনের বেতন দিচ্ছেন দুদক কর্মকর্তারা

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২৮
বন্যায় ক্ষতিগ্রস্তদের এক দিনের বেতন দিচ্ছেন দুদক কর্মকর্তারা
বন্যায় ক্ষতিগ্রস্তদের এক দিনের বেতন দিচ্ছেন দুদক কর্মকর্তারা

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নোয়াখালী, ফেনীসহ বেশ কয়েকটি জেলা। এসব এলাকার মানুষের জন্য সহায়তার দুদকের সকল কর্মকর্তাদের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে রোববার (২৪ আগস্ট) সকল কর্মকর্তারা ত্রাণ তহবিলে ওই অর্থ জমা করা হবে। সংগঠনটির সাবেক সভাপতি ও দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান এসব তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে ডুসার সভাপতি মো. নাজমুচ্ছায়াদাৎ ও সাধারণ সম্পাদক জাহিদ কালাম বলেন, দেশের এই দুর্যোগের মুহূর্তে আমরা জনগণের পাশে থাকতে অঙ্গীকারাবদ্ধ। দুদক কর্মচারীরা দেশ সেবায় নিয়োজিত। তারই অংশ হিসেবে বন্যা দুর্গতদের পাশে থাকবে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন। দুর্যোগময় পরিস্থিতিতে দুর্নীতি দমনের পাশাপাশি আমরা মানবিক দায়িত্বও পালন করবো।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com