মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা প্রতিনিধি
এবি পার্টিকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে সোমবার (১৯ আগস্ট) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এবি পার্টির অঙ্গীকার, রাষ্ট্র হবে জনতার এই শ্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটিকে সোমবার মহামান্য হাইকোর্ট কর্তৃক নিবন্ধন প্রদানের আদেশ দেওয়ায় গাইবান্ধায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে এবি পার্টি গাইবান্ধা জেলা শাখা।
এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় গাইবান্ধা সদরে প্রধান প্রধান সড়কে আনন্দ মিছিল করেন এবি পার্টি জনতা।
গাইবান্ধা সদর উপজেলার আহ্বায়ক মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে পৌরসভার ডিবি রোডে একটি আনন্দ মিছিল বের হয় পরে সেখানেই সংক্ষিপ্ত আলোচনা করেন এবং সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এই আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, আমার বাংলাদেশ পার্টি গাইবান্ধা জেলার সমন্বয়ক ডাঃ মুনতাকিমুজ্জামান । সদস্য-সচিব পলাশবাড়ীর ডাক্তার মাসুদা রহমান সদস্য সচিব গোবিন্দগঞ্জ মোতাছিম বিল্লাহ, সদস্য সচিব গাইবান্ধা সদর রানা মিয়া ।যুগ্ম আহ্বায়ক গোবিন্দগঞ্জ রাশেদুল ইসলাম।
যুগ্ন আহবায়ক সাদুল্লাপুর উপজেলা আসাদুজ্জামান মন্ডল সহ সদস্য সচিব আইনুল হক সদর উপজেলা সহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের এবি পার্টির নেতাকর্মীবৃন্দ।