শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন

আন্দোলনে আহতদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১২১
আন্দোলনে আহতদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে
আন্দোলনে আহতদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে যারা আহত হয়েছেন, তাদের সবার চিকিৎসা নিশ্চিত করবে সরকার। সরকারি হাসপাতালগুলোয় আহতদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে।

শনিবার (১৭ আগস্ট) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ’র সাথে মতবিনিময় করেন তিনি।

গণআন্দোলনে আহতদের চিকিৎসায় বিশেষায়িত কেয়ার ইউনিট তৈরির দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ডা. আহমেদুল কবীর জানান, বেসরকারি হাসপাতালে চিকিৎসারতদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, অনেক বেসরকারি হাসপাতাল এরইমধ্যে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে। কেউ সমস্যার মুখোমুখি হলে জরুরি হট লাইন নম্বরে যোগাযোগের পরামর্শও দেয়া হয়েছে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com