বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি সব ধরনের সহায়তা করবে। আওয়ামী লীগ সরকারের মতো যেন এই সরকারের গায়ে কলঙ্ক না লাগে, সেই প্রত্যাশার কথাও জানান তিনি।
শনিবার (১৭ আগস্ট) দুপুরে প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় এই প্রত্যাশার কথা জানান তিনি।
এ সময় হাফিজ উদ্দিন আহমেদ বলেন, নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে, তা এখন দিবালোকের মতো পরিষ্কার। কিন্তু বিএনপি যেন আওয়ামী লীগের মতো না হয়। কোনো নেতাকর্মী যেন দখলদারী বা চাঁদাবাজির সাথে জড়িত না হয়, সেই তাগিদও দেন তিনি।
ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়েও সমালোচনা করেন বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ। শেখ হাসিনাকে ইতিহাসের সবচেয়ে বড় ঘাতক বলেও উল্লেখ করেন তিনি।
চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শিগগিরই বিদেশে যাবেন বলে জানান মেজর হাফিজ।