শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

গ্রেপ্তার আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ২৪
গ্রেপ্তার আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান
গ্রেপ্তার আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র জানা যায়, নিউমার্কেট থানায় দায়ের করা দোকান কর্মচারী হত্যা মামলায় (৮ নম্বর মামলা) তাকে খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

চাকরিচ্যুত জিয়াউল আহসানের বিরুদ্ধে অসংখ্য লোকের ফোনে আড়িপাতা ও গুমের অভিযোগও রয়েছে। শেখ হাসিনা সরকার পতনের পরদিন ৬ আগস্ট মেজর জেনারেল জিয়াউল আহসানকে সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

চাকরি থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান ২০২২ সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার- এনটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে তিনি ওই সংস্থার পরিচালকের দায়িত্বে ছিলেন। জিয়াউল আহসান র্যাবের অতিরিক্ত মহাপরিচালকও ছিলেন।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com