বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতে বসে শেখ হাসিনা চক্রান্ত শুরু করেছেন, সেই চক্রান্ত প্রতিরোধ করাই আমাদের কাজ।
শুক্রবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল এসব কথা বলেন। একটি গোষ্ঠী সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চক্রান্ত করছে বলেও এ সময় অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আমরা দীর্ঘ লড়াই করেছি। যদি মনে করেন, আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল করবেন। এটা ভাসমান অবস্থায় আছে, যে কোনো মুহূর্তে ভারতে বসে শেখ হাসিনা এর সুযোগ নিতে পারেন। ইতোমধ্যে শেখ হাসিনা চক্রান্ত শুরু করেছেন, সেই চক্রান্ত প্রতিরোধ করাই আমাদের কাজ।
বিএনপি ১৭ বছর ধরে লড়াই করে একটা ভিত্তি তৈরি করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে আমাদের ছেলেরা, তরুণ যুবক-ছাত্ররা আন্দোলন বিজয় পর্যায়ে নিয়ে গেছে। বুকের রক্ত ঢেলে দিয়েছে। আবু সাঈদ থেকে শুরু করে প্রায় হাজার খানেক ছাত্র-শিক্ষার্থী প্রাণ দিয়েছে। ৩-৫ আগস্ট ছাত্রদলের অনেকে ছেলেরা প্রাণ দিয়েছে। আমি পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম, সেখানে ১২৪ জন ছিল। আমি খবর নিয়ে দেখলাম, সেখানে ৯০ জন ছাত্রদলের ছেলে। সংঘাত সৃষ্টি করা যাবে না। সকলকে এক হয়ে এখন কাজ করতে হবে।
প্রতি এলাকায় শান্তি ব্রিগেড তৈরি করতে নির্দেশনা দেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, এক ফ্যাসিবাদ পরাজিত করেছি, নব্য ফ্যাসিবাদ যেন না আসে সে বিষয়ে সজাগ থাকতে হবে। অন্তবর্তী সরকারকে সময় দিতে হবে। সংগ্রাম জারি থাকবে। ফখরুল আরও বলেন, সংখ্যালঘুরা আমাদের আমানত। আমানতের খেয়ানত করা যাবে না। এছাড়া বিএনপি চেয়ারপার্সন
বেগম খালেদা জিয়াকে অতি শীঘ্রই বিদেশে চিকিৎসার জন্য নেয়া হবে বলেও জানান বিএনপির এই নেতা।