শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন

ফের পূর্ণমাত্রায় চালু জাতীয় জরুরি সেবা ৯৯৯

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৩০
ফের পূর্ণমাত্রায় চালু জাতীয় জরুরি সেবা ৯৯৯
ফের পূর্ণমাত্রায় চালু জাতীয় জরুরি সেবা ৯৯৯

আট দিন বন্ধ থাকার পর পূর্ণমাত্রায় চালু হয়েছে বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

যোগাযোগ করা হলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্যেও পূর্ণমাত্রায় সেবা চালু ছিল। তবে সরকার পতনের পর দেশের সার্বিক পরিস্থিতির মধ্যে অনেক কল এলেও আমরা সব কলের সেবা দিতে পারিনি, থানা পুলিশের সেবা কাঙ্ক্ষিত মাত্রায় না পাওয়ার কারণে। তবে এসময় পরামর্শ ও অ্যাম্বুলেন্স সেবা চলমান ছিল। গতকাল সোমবার থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ফের পূর্ণমাত্রায় ৯৯৯ এর জরুরি সেবা শুরু হয়েছে।

৯৯৯ হলো বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর। যেকোনো দুর্ঘটনার মুখোমুখি হলে জরুরি সেবা পেতে দেশের যেকোনো স্থান থেকে যে কেউ এই নম্বরে ফ্রি ফোন করতে পারেন।
নম্বরটিতে ফোন করে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা কিংবা এ-সংক্রান্ত তথ্য পাওয়া যায়। দিন-রাত ২৪ ঘণ্টা এ কল সেন্টার চালু থাকে। এই কল সেন্টারটি বাংলাদেশ পুলিশের অধীন পরিচালিত হচ্ছে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com