বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া । আহ্বান জানিয়েছেন দেশকে নতুনভাবে গড়ে তোলার। বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী।
ফারিয়া তার ফেসবুকে বলেন, ‘আমরা সবাই জানি এবং খুব স্পষ্ট ভাবে বুঝতে পারছি যে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ভাল না এই মুহূর্তে। যে কারণেই হোক, যেভাবেই হোক, আমরা ভাল অবস্থায় নাই!’
তিনি আরও বলেন, ‘আমরা যে যার যার জায়গা থেকে একটু চেষ্টা করতে পারি এই অবস্থার পরিবর্তন করতে, খুব বড় কিছু যে হবে তা না, কিন্তু এইটা একটা প্র্যাক্টিস, প্রথমেই শুরু করি দেশি পণ্য কেনা দিয়ে।’
আসে পাশের দেশের শাড়ি/কামিজ/অন্যান্য পণ্য বাদ দিয়ে নিজেদের পণ্য ব্যবহার শুরু করতে বললেন এই অভিনেত্রী।
তিনি আরোও বলেন , ‘আর যারা ব্যবসা করেন, আপনারা দয়া করে গলা কাটা বন্ধ করে, জিনিসপত্রের দাম কমান, মান ভালো করেন। আমরাই স্বাধীন ভাবে থাকতে চেয়েছি, বাক স্বাধীনতা চেয়েছি এবং তা আবারও রক্তের বিনিময়ে পেয়েছি।’
এখন এই অবস্থার পরিবর্তনেও আমাদের সবার এগিয়ে আসতে হবে বলেই পরামর্শ দিলেন শবনম ফারিয়া।