শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
সান্তাহারে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত আদমদীঘিতে মাদক সেবনের অপরাধে ছয় মাদকসেবীর জেল-জরিমানা দুপচাঁচিয়ায় পারভিন সমাজ কল্যাণ সংস্থা সদস্যদের কোটি টাকা নিয়ে উধাও ১৫ জানুয়ারির মধ্যে প্রকাশ হচ্ছে না গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে : প্রেস সচিব ফুলবাড়ী দাদুল কমিউনিটি ক্লিনিক ৩ মাস যাবৎ বন্ধ, ভোগান্তিতে এলাকাবাসী ভারতে মন্দিরের টিকিট সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু মেক্সিকোতে ভাঙা হলো নেতানিয়াহুর মোমের মূর্তি চীনে এমপক্স ভাইরাসের নতুন স্ট্রেন শনাক্ত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মধ্যপ্রাচ্য পরিস্থিতি: ট্রাম্প

আন্দোলনকারীরা ক্ষমতার সংঘাতে চলে গেছে : তথ্যপ্রতিমন্ত্রী

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৩৫
আন্দোলনকারীরা ক্ষমতার সংঘাতে চলে গেছে : তথ্যপ্রতিমন্ত্রী
আন্দোলনকারীরা ক্ষমতার সংঘাতে চলে গেছে : তথ্যপ্রতিমন্ত্রী

তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, আন্দোলন এখন পুরোপুরি রাজনৈতিক বিষয় হয়ে গেছে। বিষয়টি এখন শিক্ষার্থীদের অধিকার বা বিচারের পর্যায়ের নেই। তারা ক্ষমতার সংঘাতে চলে গেছে।

রোববার (৪ আগস্ট) সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তারা তো রাজনৈতিক দল না। তবুও তারা প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে কথা বলছে।

তথ্যপ্রতিমন্ত্রীর অভিযোগ, আন্দোলনকারীরা সংঘাত দিয়ে শুরু করেছে। তবে তারা আওয়ামী লীগের অনুপস্থিতিকে দুর্বলতা হিসেবে দেখছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে থাকলে নানা রকম অভিযোগ আসছে তাই আমরা চুপ ছিলাম। যার ফলে আপনারা দেখেছেন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে তারা কী করেছে।

এ সময় বিচারের আগেই রায় দিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ করে আলী আরাফাত বলেন, যেহেতু রায় দিয়ে দেয়া হচ্ছে, সেহেতু তারা বিচার চাচ্ছে না। বলেন, আমরা বিচার চাই বলেই বিচারবিভাগীয় কমিশন করে দেয়া হয়েছে।

প্রতিমন্ত্রীর কথায়, নিহতদের তালিকায় এমনও ব্যক্তিদের নাম রয়েছে যারা আগুনে ঝলসে মারা গেছে। তিনি বলেন, আন্দোলনকারীদের দেয়া আগুনে কেউ মারা গেলে তার দায় সরকারকে দেয়া যায় না।
এ সময় তিনি আরও বলেন, আমরা ধৈর্য্য ধরেছি। আমরা আরও ধৈর্য্য ধরতে চাই। দলের প্রতি মানুষের সমর্থন আছে এবং ডাক দিলে তারা রাস্তায় নামবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com