বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সরকারের নির্দেশেই ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনী গণহত্যা চালিয়েছে। গণবিচ্ছিন্ন সরকার ইতিহাসের বর্বর হামলা ও গণহত্যা চালিয়ে গণশত্রুতে পরিণত হয়েছে।
বুধবার (৩১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
ফখরুল বলেন,নিজেদের রক্ষা করতে প্রকৃত হত্যাকারীদের না ধরে বিরোধীদলের ওপর দায় চাপানোর অপচেষ্টা করছে সরকার। নির্বিচার হত্যা মানবতাবিরোধী অপরাধ এবং এটি আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারযোগ্য বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের সমর্থনে সরকারের কুটকৌশল উপেক্ষা করে শিক্ষার্থীরা নতুন উদ্যমে আন্দোলনকে এগিয়ে নিচ্ছে। এ সময় গণআন্দোলনে দিশেহারা আওয়ামী লীগ সরকার পতন ঠেকাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, এখনও অনেক অভিভাবক তার শিক্ষার্থী সন্তানের খোঁজ পাচ্ছে না। যাত্রাবাড়ী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাসরুর হাসানকে ডিবি ২৫ জুলাই রাতে তুলে নিয়ে এলেও তার অভিভাবকরা থানা, ডিবি অফিস, বিভিন্ন হাসপাতালে কোনো খোঁজ পায়নি। গতকাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করতে এলেও মাসরুরের বাবা ও ভাইকে ডিবি সেখান থেকে তুলে নিয়ে যায়।
তিনি আরও বলেন, নিজেরা আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগ, যুবলীগের ক্যাডার দিয়ে গণহত্যা, নৈরাজ্য চালিয়ে নির্লজ্জ সরকার লোক দেখানো রাষ্ট্রীয় শোকের নামে মায়াকান্না করলেও প্রতিবাদী শিক্ষার্থীরা তা প্রত্যাখান করে গতকাল যে অভূতপূর্ব লাল ডিজিটাল প্রতিবাদের সৃস্টি করেছে, তাতে আপামর জনসাধারণের ঐক্য জানান দিয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, কোটা সংস্কার আন্দোলনে গুলি চালানোর প্রমাণ থাকার পরও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের গ্রেপ্তার না করে অপরাধীকে