বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বাগেরহাট থেকে আটক হলো জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা মামলার আসামি ফুলবাড়ীতে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারী আটক গাইবান্ধায় ১ হাজার দুস্থ মানুষ পেলেন শীতবস্ত্র গাইবান্ধায় বড় দিন উদযাপিত দুপচাঁচিয়ায় ট্রান্সফরমার চোর সদস্যের দুই সদস্য গ্রেপ্তার সহ মালামাল উদ্ধার বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত মোংলায় ৪০টি গীর্জায় উদযাপিত হচ্ছে শুভ বড়দিন বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত ‎আগামীর বাংলাদেশ হবে সাম্যের ‎-জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দুপচাঁচিয়ায় সাকিবকে মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচী পালিত

যুক্তরাজ্যে ইসলাম ধর্ম প্রচারকের যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১৮৪
যুক্তরাজ্যে ইসলাম ধর্ম প্রচারকের যাবজ্জীবন কারাদণ্ড
যুক্তরাজ্যে ইসলাম ধর্ম প্রচারকের যাবজ্জীবন কারাদণ্ড

যুক্তরাজ্যে ইসলাম ধর্মের প্রচারক হিসেবে পরিচিত আনজেম চৌধুরীকে সন্ত্রাসী সংগঠন পরিচালনার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন লন্ডনের একটি আদালত।

মঙ্গলবার (৩০ জুলাই) এই রায় দেওয়া হয়। তার অনুসারীরা বিশ্বজুড়ে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

যুক্তরাজ্যের আইন ও দণ্ডবিধি অনুযায়ী, আজীবন কারাবাস করতে হবে আনজেম চৌধুরীকে। এমনকি প্যারোলের জন্য আবেদন করার যোগ্যতা তিনি অর্জন করবেন কমপক্ষে ২৮ বছর কারাগারে কাটানোর পর।

পাকিস্তনি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আনজেম চৌধুরী যুক্তরাজ্যে আল-মুহাজিরুন নামে একটি সংস্থা পরিচালনা করতেন। উগ্র মৌলবাদী মতাদর্শ প্রচারের অভিযোগে ২০২৩ সালে সংস্থাটি নিষিদ্ধ করে ব্রিটেনের সরকার। ওই বছরই গ্রেপ্তার হন তিনি।

তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিচারকাজ চলেছে লন্ডনের উলউইচ ক্রাউন আদালতে। মঙ্গলবার যখন রায় ঘোষণা করা হয়, সে সময় আদালতে উপস্থিত ছিলেন আনজেম। রায় ঘোষণার সময় তাকে উদ্দেশ্য করে বিচারক মার্ক ওয়াল বলেন, “আপনি যে ধরনের সংস্থা পরিচালনার জন্য আজ আপনি এখানে, সে ধরনের সংস্থাগুলো বরাবর ধর্মের দোহাই দিয়ে সহিংসতাকে বৈধতা দেয়। এসব সংস্থার সংস্পর্ষে যারা আসে, তাদের বেশিরভাগের মনেই এই বিশ্বাস দৃঢ়ভাবে জন্মায় যে ভিন্ন মতাবলম্বী এবং অন্য ধর্মের লোকজনের ওপর হামলা করা বৈধ এবং জরুরি। যারা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে চায়, তাদের জন্য এ ধরনের লোকজন রীতিমতো হুমকি।”
এ সময় আনজেম চৌধুরীকে কিছু বলতে দেখা যায়নি।

প্রসঙ্গত, যুক্তরাজ্যের এক সময়ের শীর্ষ ইসলামি বক্তা আনজেম চৌধুরী প্রথম সরকারের দৃষ্টি আকর্ষণ করেন ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কে টুইন টাওয়ারে ভয়াবহ হামলার সমর্থন জানানোর মাধ্যমে। তার কয়েক বছর পর তিনি বলেন, যুক্তরাজ্যের রাজ পরিবারের প্রধান প্রাসাদ ও দপ্তর বাকিংহাম প্যালেসকে মসজিদে রূপান্তর করতে চান তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com