বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাগেরহাট থেকে আটক হলো জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা মামলার আসামি ফুলবাড়ীতে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারী আটক গাইবান্ধায় ১ হাজার দুস্থ মানুষ পেলেন শীতবস্ত্র গাইবান্ধায় বড় দিন উদযাপিত দুপচাঁচিয়ায় ট্রান্সফরমার চোর সদস্যের দুই সদস্য গ্রেপ্তার সহ মালামাল উদ্ধার বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত মোংলায় ৪০টি গীর্জায় উদযাপিত হচ্ছে শুভ বড়দিন বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত ‎আগামীর বাংলাদেশ হবে সাম্যের ‎-জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দুপচাঁচিয়ায় সাকিবকে মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচী পালিত

দিল্লিতে ভারী বৃষ্টিপাতে রেড অ্যালার্ট জারি, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ৪৯
দিল্লিতে ভারী বৃষ্টিপাতে রেড অ্যালার্ট জারি, নিহত ২
দিল্লিতে ভারী বৃষ্টিপাতে রেড অ্যালার্ট জারি, নিহত ২

ভারতের রাজধানী দিল্লিতে প্রবল বৃষ্টিতে ২ জন নিহত হয়েছেন। এছাড়া বৃষ্টিপাত আরও অব্যাহত থাকার সম্ভাবনা থাকায় সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ও সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বৃষ্টিপাত বুধবার দিল্লিকে স্থবির করে দিয়েছে। মূলত ভারী বৃর্ষণের জেরে ভারতের জাতীয় এই রাজধানীর বেশ কয়েকটি অংশে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়।
বুধবার শহরের কিছু অংশে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে এবং মুষলধারে বৃষ্টির জেরে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) দিল্লিতে রেড অ্যালার্ট জারি করেছে। আইএমডি শহরের বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার, তাদের বাড়িগুলো সুরক্ষিত করার এবং ঘরের বাইরে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে।

দিল্লির শিক্ষামন্ত্রী অতীশি বুধবার রাতে ঘোষণা করেছেন, শহরের সমস্ত স্কুল ১ আগস্ট বন্ধ থাকবে।

এদিকে মুষলধারে বৃষ্টির পর নিত্যযাত্রীরা শুধু দিল্লিতেই নয়, দিল্লি-নয়ডা এক্সপ্রেসওয়েতেও ব্যাপক যানজটের কথা জানিয়েছেন। ভারতের জাতীয় রাজধানীর মেহরাউলি-ছত্তারপুর সড়কের যাত্রীরা প্রবল বৃষ্টির কারণে দেড় ঘণ্টারও বেশি সময় ধরে রাস্তায় আটকে থাকার বিষয়ে অভিযোগ করেছেন।

একইভাবে, উত্তরপ্রদেশের নয়ডা থেকে দিল্লির মুলচাঁদ পর্যন্ত ডিএনডি ফ্লাইওয়েতেও গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।

এনডিটিভি বলছে, লুটিয়েন্সের দিল্লি এবং গুরুগ্রাম, নয়ডা, গাজিয়াবাদ এবং ফরিদাবাদের দিকে যাওয়ার রাস্তাগুলোতে ট্র্যাফিক ব্যবস্থাপনা ছিল খুবই বিশৃঙ্খল। ওল্ড রাজিন্দর নগর হাঁটু গভীর পানিতে তলিয়ে গেছে। সেখানে ছাত্ররা দিন কয়েক আগে কোচিং ইনস্টিটিউটের বেসমেন্টে তিনজন ইউপিএসসি পরীক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদ করেন। এছাড়া কনট প্লেসে বেশ কয়েকটি শোরুম এবং রেস্তোরাঁও বন্যার সম্মুখীন হয়েছে।

গাজীপুরে খোদা কলোনির কাছে জলাবদ্ধ ড্রেনে পিছলে পড়ে ডুবে তনুজা নামে এক নারী ও তার তিন বছরের ছেলে প্রিয়াংশের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
উত্তর দিল্লির সবজি মান্ডি এলাকায় রবিন সিনেমার কাছে একটি বাড়ি ধসে একজন ব্যক্তি আহত হয়েছেন। এছাড়া বসন্ত কুঞ্জে ভারী বৃষ্টির কারণে দেয়াল ধসে এক নারী আহত হয়েছেন। নয়ডায় রাতভর ভারী বৃষ্টির কারণে বেশ কয়েকটি আন্ডারপাস প্লাবিত হয়েছে।

দুর্যোগপূর্ণ এই আবহাওয়া বিমান চলাচলেও ব্যাঘাত ঘটিয়েছে। দিল্লির অন্তত ১০টি ফ্লাইট জয়পুর এবং লখনৌতে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আবহাওয়ার কারণে ফ্লাইট চলাচলে আরও সম্ভাব্য বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করেছে বিমান সংস্থাগুলো।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com