মাগুরার মহম্মদপুরের বাবুখালী ইউনিয়নের চালিমিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিমা খাতুন (২৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া সাবু মোল্যা (৩০) নামে একজন গুরুত্বর আহত হয়েছেন। সিমা খাতুন ও সাবু মোল্যা দুজন স্বামী-স্ত্রী। মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ৮ টায় তারা দু’জন বিদ্যুতায়িত হন।
এলাকাবাসী ও মহম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, চালিমিয়া গ্রামের আমজাদ শেখের ছেলে মোঃ সাবু মোল্যা ও তার স্ত্রী সিমা খাতুন নিজ বাড়ির উত্তর পাশের মাঠে জমিতে সেচ দেওয়ার জন্য বিদ্যুৎচালিত সেচ পাম্পে যান। এসময় সেচ পাম্প হতে পানি তোলার জন্য সিমা খাতুন বিদ্যুতের সুইচ দিতে গেলে বৃষ্টির কারণে সিমা খাতুন বিদ্যুতায়িত হন। এসময় স্ত্রীকে বাঁচাতে সাবু মোল্যা যখন চেষ্টা করেন তখন তিনিও বিদ্যুতায়িত হন। পরে সাবু মোল্যা ও সিমা খাতুনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার সিমা খাতুনকে মৃত ঘোষণা করেন। সর্বশেষ খবরে জানা যায়। গুরুত্বর আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে সাবু মোল্যার চিকিৎসা চলছে।