বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন

১ আগস্ট থেকে স্বল্প দূরত্বের ট্রেন চলবে

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১৫৩
১ আগস্ট থেকে স্বল্প দূরত্বের ট্রেন চলবে
১ আগস্ট থেকে স্বল্প দূরত্বের ট্রেন চলবে

আগামী বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে স্বল্প দূরত্বে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে রেল ভবনে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে রেলপথ মন্ত্রী জিল্লুর হাকিম বলেন, আগামী ১ আগস্ট থেকে সীমিত পরিসরে ট্রেন চলবে। এক্ষেত্রে কারফিউ শিথিল থাকাকালীন ট্রেনগুলো চলাচল করবে। স্বল্প পরিসরে শুধু কমিউটার ও লোকাল ট্রেন চলবে। তব আন্তঃনগর ট্রেন চলাচলে আপাতত কোনো সিদ্ধান্ত হয়নি।

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ১৬ জুলাই ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, ফেনী, ময়মনসিংহ ও রংপুরসহ বিভিন্ন এলাকায় রেলপথ অবরোধ করা হয়। পরিস্থিতির অবনতি ঘটায় ১৮ জুলাই থেকে প্রায় সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com