বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন

সমন্বয়কদের মুক্তি ও আন্দোলনে গুলির বিষয়ে আদেশ কাল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১৬২
সমন্বয়কদের মুক্তি ও আন্দোলনে গুলির বিষয়ে আদেশ কাল
সমন্বয়কদের মুক্তি ও আন্দোলনে গুলির বিষয়ে আদেশ কাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তি ও আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনার বিষয়ে আগামীকাল বুধবার এ বিষয়ে আদেশ দেবেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই শুনানি হয়।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ কথা জানান।
রিটকারীদের জবাব দাখিলের জন্যও আগামীকাল দিন ধার্য করা হয়েছে। শুনানির একপর্যায়ে আদালত বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে এতো সহিংসতা ও মৃত্যু খুবই দুঃখজনক। আন্দোলনের সমন্বয়কদের ডিবিতে রাখার এখতিয়ার নেই বলেও জানান।
আদালত বলেন, তাদেরকে হয় গ্রেফতার, না হয় আদালতে পাঠাতে হবে। এমন কিছু করবো না যাতে জাতির ক্ষতি হয়। মানুষ ও রাষ্ট্রীয় সম্পদ সবই গুরুত্বপূর্ণ। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং রিট পক্ষের আইনজীবীদের মধ্যে ব্যাপক তর্ক-বিতর্ক হয়। এতে বেশ কয়েকবার বাধাগ্রস্ত হয় শুনানি।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর বলেন, নিজেরা নিজেরা মিলে গণতদন্ত কমিশন গঠন করেছেন তারা। তারাই আবার রিট করেছেন। সম্বয়কদের স্বজনরা তাদের সাথে দেখা করেছেন এবং বলেছেন তারা ভালো আছেন। এর পিছনে আইনজীবীদের রাজনৈতিক উদ্দেশ্য আছে বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, রিটকারীর পক্ষের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক বলেন, তারা পলিটিকাল ক্যাপাসিটি দেখাতে আদালতে যাননি। তারা জীবনের জন্য দাঁড়িয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
এ ঘটনায় এজলাসের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com