বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন

কোটা আন্দোলনের নামে গণভবন হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের : তথ্য প্রতিমন্ত্রী

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৭৪
কোটা আন্দোলনের নামে গণভবন হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের : তথ্য প্রতিমন্ত্রী
কোটা আন্দোলনের নামে গণভবন হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের নামে জঙ্গিদের গণভবন ও এয়ারপোর্টে হামলা করার পরিকল্পনা ছিল।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাত মন্ত্রী, চার সচিব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেছেন, কিভাবে তারা পরিকল্পনা করে জঙ্গি আক্রমণ করেছে, এসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, তারা টেলিভিশন কেন অ্যাটাক করতে গেছে? মেট্রোরেলের সাথে কি সম্পর্ক কোটার? তবুও তারা কেন পুড়িয়েছে? তারা পুলিশ স্টেশনে অ্যাটাক করেছে। এটার সাথেও বা কী সম্পর্ক? তাদের এয়ারপোর্টে অ্যাটাক করার প্লান ছিল।

এর আগে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, কারফিউ, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ, চলমান বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বৈঠকে যোগ দেন পররাষ্ট্র সচিব, বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও জননিরাপত্তা বিভাগের দুই সচিবও।

এছাড়া পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং র্যাব, বিজিবি ও আনসার প্রধানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তারাও বৈঠকে রয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com