বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন

ডিবি হেফাজতে থেকে আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা ৬ সমন্বয়কের

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ৩১
ডিবি হেফাজতে থেকে আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা ৬ সমন্বয়কের
ডিবি হেফাজতে থেকে আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা ৬ সমন্বয়কের

ঢাকার গোয়েন্দা পুলিশের (ডিবি) ‘হেফাজতে’ থাকা অবস্থায় কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক।

রোববার (২৮ জুলাই) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে আলোচনা শেষে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন সমন্বয়ক মো. নাহিদ ইসলাম। এসময় অন্য পাঁচ সমন্বয়ক তার সঙ্গে ছিলেন।

তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।

নাহিদ ইসলাম বলেন, কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে অনেকেই অপ্রত্যাশিতভাবে নিহত ও আহত হয়েছেন। অগ্নিসংযোগসহ নানা সহিংস ঘটনা ঘটেছে রাষ্ট্রীয় স্থাপনায়। এ সকল অনাকাঙ্খিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানান তিনি।

নাহিদ আরও বলেন, তাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকারের প্রতি আহবান জানান তিনি। সার্বিক স্বার্থে কর্মসূচী প্রত্যাহার করার ঘোষণা দেন নাহিদ ইসলামসহ ছয় সমন্বয়ক।

এর আগে, গত শুক্র ও শনিবার এই ছয় সমন্বয়ককে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com