বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন

কোটা সংস্কার আন্দোলনে ১৪৭ জনের মৃত্যু : স্বরাষ্ট্রমন্ত্রী

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ১২৬
কোটা সংস্কার আন্দোলনে ১৪৭ জনের মৃত্যু : স্বরাষ্ট্রমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় এ পর্যন্ত ১৪৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রোববার (২৮ জুলাই) সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘কখনও বলা হচ্ছে সহিংসতায় ৫০০ জনের মৃত্যু হয়েছে। আসলে মৃত্যু নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সহিংসতায় এখন পর্যন্ত ১৪৭ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রসহ বিভিন্নভাবে এই তথ্য জানা গেছে।’ ছাত্র কতজন এখনও বিস্তারিত জানা যায়নি। আরও যাচাই করে তথ্য জানানো হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনকারি শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ছিল, সেটি তারা জানিয়েছিলেন। এ কারণে তাদের নিরাপত্তার জন্যই হেফাজতে নেওয়া হয়েছে। তাদের গ্রেপ্তার করা হয়নি। নিরাপত্তা ঝুঁকিমুক্ত হওয়ার পরই তাদের ফিরিয়ে দেওয়ার কথা চিন্তা করা হবে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com