যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দেশের কিংবদন্তি ব্যান্ড তারকা শাফিন আহমেদ। বাংলাদেশ সময় গত ২৫ জুলাই সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্টারা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কনসার্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাফিন আহমেদ।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ঢাকা বিমানবন্দরে নামার কথা শাফিন আহমেদের মরদেহ। পরদিন মঙ্গলবার (৩০ জুলাই) বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাজা হবে। এরপর বনানী কবরস্থানে দাফন হবে। যেখানে শায়িত আছেন শাফিন আহমেদের বাবা সংগীতগুরু কমল দাশগুপ্ত এবং মা কিংবদন্তি নজরুল শিল্পী ফিরোজা বেগম। শাফিন আহমেদের মরদেহ আনতে তার স্ত্রী ডা. রুমানা দৌলা যুক্তরাষ্ট্রে গিয়েছেন।
এরইমধ্যে যুক্তরাষ্ট্রে শাফিন আহমেদের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (২৬ জুলাই) জুম্মার নামাজের পর ভার্জিনিয়ার মেনাসাসে দ্বার আল নূর ইসলামিক কমিউনিটি সেন্টারে শাফিন আহমেদের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নেন শাফিন আহমেদের অসংখ্য ভক্ত-অনুরাগীসহ বাংলাদেশি কমিউনিটির মানুষ। জানাজার পর শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান ভার্জিনিয়ার বাঙালিরা।