ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘তুফান’ নিয়ে কুড়িয়েছেন ব্যাপক প্রশংসা পেয়েছে ব্যবসায়িক সাফল্যও। সম্প্রতি দুবাইয়ের গোল্ডেন ভিসা হাতে পান অভিনেতা। গোল্ডেন ভিসা পাওয়ার দিন শাকিব দুবাইতে মুখোমুখি হয়েছিলেন পাকিস্তানি এক ভেরিফায়েড ইউটিউব চ্যানেলের। সেখানে চলচ্চিত্র নিয়ে তার বিভিন্ন পরিকল্পনার কথা জানান তিনি।
ওই সাক্ষাতকারে পাকিস্তানে নিজের অভিনীত ছবি চালানোর পরিকল্পনার কথা জানান শাকিব। এছাড়াও দেশটির সিনেমা ইন্ডাস্ট্রিজে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
শাকিব বলেন, ‘আমার পাকিস্তানে কাজ করার ইচ্ছা আছে। একসঙ্গে কাজ করতে পারলে তো ভালোই। তারাও বাংলাদেশে আসবেন, আমরাও একসঙ্গে শুরু করব। কিন্তু এখন পাকিস্তানে ছবি মুক্তি করাটাই আমার পরিকল্পনা।’
মেগাস্টার বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তান এ দুটি দেশ একটা সময়ে চলচ্চিত্র নিয়ে অনেক কাজ করেছে, আমরা একসঙ্গে কাজ করেছি। দুই দেশ মিলিয়ে শবনম ম্যাডাম, নাদিম জি এনারা একটা সময় কাজ করে গেছেন, বাংলাদেশে তাদের সুখ্যাতি ছিল। এছাড়াও বাংলাদেশের বহু শিল্পীও পাকিস্তানে কাজ করেছেন।’
এছাড়াও শাকিব খান জানালেন, পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গেও কাজ করতে আগ্রহী তিনি। ফলে নায়কের সামনের কাজে পাকিস্তানি তারকারাও এক সময় যুক্ত হবেন বলে আশা করা হচ্ছে।
সাক্ষাতকারে মেগাস্টার বলেন, ‘আমরা একসঙ্গে আবারও শুরু করব। আমি যখন পাকিস্তানের কোনও কাজ দেখি, তখন আমরা শেয়ার করি, একে নিয়ে এমন কাজ করতে চাই, ওমুককে নিয়ে করতে চাই। আমি পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে চাই।’
একের পর এক ব্লক বাস্টার হিট সিনেমা দর্শকদের উপহার দিয়ে চলেছেন শাকিব। ‘প্রিয়তমা’র পর ‘তুফান’ নিয়ে মেতেছেন দর্শকরা। ‘রাজকুমার’ও আছে দর্শক প্রিয় সিনেমার তালিকায়। খুব শিগগিরই প্রেক্ষাগৃহে আসছে ‘দরদ’।