গাজীপুরের শ্রীপুরে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় আমিনুল ইসলাম মানিক নামে এক স্কুলের পরিচালককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক। সোমবার (১৫ জুলাই) সকালে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে শ্রীপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আমিনুল ইসলাম মানিক (৩৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়িচালা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি স্থানীয় আইডিয়াল প্রিক্যাডেট স্কুলের পরিচালক। ভুক্তভোগী নারীর বাড়ি সিলেটের সুনামগঞ্জ জেলায় বলে জানাযায়।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুরে থানার উপপরিদর্শক এসআই হেলাল উদ্দিন জানান, ভুক্তভোগী নারীর শিশু সন্তান অভিযুক্ত আসামির স্কুলে পড়াশোনা করে।
সুকৌশলে ভুক্তভোগী নারীর সঙ্গে সম্পর্কের জেরে কথাবার্তা হত। এর ধারাবাহিকতা গত কয়েকদিন পূর্বে স্কুলের পরিচালক সুকৌশলে নারীর সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করে। এসময় অভিযুক্তের সঙ্গে জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করে। এঘটনার পর স্কুলের পরিচালক একটি আপত্তিকর ভিডিও ধারণ করে পালাক্রমে ভুক্তভোগী নারীকে ধর্ষণ করে। এর ধারাবাহিকতায় সে নারী অন্তঃসত্ত্বা হয়।
বিষয়টি ধামাচাপা দিতে স্কুলের পরিচালক সুকৌশলে নারীর সন্তান নষ্ট করার পর বিয়ের আশ্বাস দেয়। কিন্তু পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে গৃহবধূর স্বামী তার স্ত্রীকে তাড়িয়ে দেয়। এরপর স্কুল পরিচালক তার সম্পর্কের কথা অস্বীকার করে। এঘটনায় ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করে। পরবর্তীতে অভিযুক্ত স্কুল পরিচালককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।