মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা প্রতিনিধি
র্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা জানান ৫জুলাই বিকেল ৩টার দিকে একটি আভিযানিক দল রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ৫নং বালারহাট ইউনিয়নের সংগ্রামপুর গ্ৰোম থেকে ১৯০বোতল নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ তিনজন কুখ্যাত মাদক কারবারীকে গ্ৰেফতার করেছে র্যাব-১৩, গাইবান্ধা ।
গ্রেফতারকৃতরা হলেন,,১। রহমত আলীর ছেলে কাইয়ুম শেখ (লিটন) ও ২।মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ জুল হাসান দুইজনেই রংপুর জেলার মিঠাপুকুর থানার সংগ্রামপুর গ্রামের
৩। মোঃ আশরাফুল ইসলাম রংপুর জেলার গঙ্গাচড়া থানার ইছামত হাজী পাড়া গ্রামের আজগর আলীর ছেলেকে আটক করেন।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীগণ সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। উল্লেখ্য যে, তাহাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রহিয়াছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীগণ দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উক্ত ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীদেরকে নিয়মিত মাদক মামলা রুজু করার জন্য রংপুর জেলার মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।