বগুড়া সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ দায়িত্বভার গ্রহণ, বরণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়।
নব-নির্বাচিত চেয়ারম্যান পরিষদে এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানরা। এর আগে উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন কে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নব নির্বাচিত চেয়ারম্যান শুভাশীষ পোদ্দার লিটন। অন্যানের মধ্য বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি রাকিব হাসান চৌধূরী, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সামীর হোসেন মিশু,কৃষি অফিসার ইসরাত জাহান, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা আকতার রেশমী। ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান জুলফিকার আবু নাছের ইঞ্জিনিয়ার মোঃ আপেল মাহমুদ,নিশিন্দারা ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম সরকার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন, নুনগোলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বদরুল আলম, গোকুল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, রাজাপুর ইউপি চেয়ারম্যান রাজিবুল ইসলাম খান রাজু,এরুলিয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক,ফাঁপোড় ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান,সাবগ্রাম ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন,নামুজা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম,শেখেরকোলা ইউপি(ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মীর্জা হাকিম মন্ডল, শাখারিয়া ইউপি চেয়ারম্যান প্রভাষক এনামুল হক রুমি প্রমূখ।
এরআগে শতশত দলীয় নেতাকর্মীসহ সমর্থকদের নিয়ে নব-নির্বাচিত চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুঞ্জুরুল আলম মোহন,জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবিয়া সাবরিন পিংকি সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুল মান্নান আকন্দ,যুবলীগ নেতা প্রভাষক আব্দুল মজিদ সহ আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় নব-নির্বাচিত চেয়ারম্যান শুভাশীষ পোদ্দার লিটন বলেন, আমার চেয়ারে বসে সততা ও নিষ্ঠার সঙ্গে সদর উপজেলার সকল পেশা শ্রেরীর মানুষের জন্য কাজ করব। নির্বাচনের প্রতিশ্রতি অনুযায়ী, সেগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করব। কাজ করতে গিয়ে ছোটখাটো ভুল হতেই পারে, তা আপনারা ধরিয়ে দেবেন। এটাই হবে আপনাদের নৈতিক দায়িত্ব। নির্বাচনের আগে জনগনকে যা কথা দিয়েছি তা রাখতে চেষ্টা করব। আমি চেয়ারম্যান হতে আসিনি। জনগণের সেবক হতে চাই। সেবা করতে এসেছি এবং তাই করবো। পাশাপাশি দুর্নীতিমুক্ত স্মার্ট উপজেলা গড়তে সবার সহযোগিতা চাই।