বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
বাগেরহাট থেকে আটক হলো জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা মামলার আসামি ফুলবাড়ীতে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারী আটক গাইবান্ধায় ১ হাজার দুস্থ মানুষ পেলেন শীতবস্ত্র গাইবান্ধায় বড় দিন উদযাপিত দুপচাঁচিয়ায় ট্রান্সফরমার চোর সদস্যের দুই সদস্য গ্রেপ্তার সহ মালামাল উদ্ধার বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত মোংলায় ৪০টি গীর্জায় উদযাপিত হচ্ছে শুভ বড়দিন বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত ‎আগামীর বাংলাদেশ হবে সাম্যের ‎-জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দুপচাঁচিয়ায় সাকিবকে মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচী পালিত

জয়ার জন্মদিনের কেক খেলো কুকুর!

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৬২
জয়ার জন্মদিনের কেক খেলো কুকুর!
জয়ার জন্মদিনের কেক খেলো কুকুর!

দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সোমবার (১ জুলাই) এ অভিনেত্রীর জন্মদিন ছিল। জন্মদিনের বিশেষ মুহূর্ত নিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী। বিশেষ এ দিনটিতে প্রাণীপ্রেমী এ অভিনেত্রীর কাছে বিশেষ গুরুত্ব পেয়েছে তার পোষ্য কুকুরগুলো।

সোমবার (১ জুলাই) ছিল অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এ দিনটি পরিবারের সাথেই কাটিয়েছেন অভিনেত্রী। সময় দিয়েছেন প্রিয়জনদের।

জন্মদিনের বিশেষ মুহূর্তের ছবি অভিনেত্রী তার অফিশিয়াল ফেসবুকে শেয়ার করেন মঙ্গলবার (২ জুলাই)। জন্মদিনের ৬টি ছবি পোস্ট করেন জয়া।

শুধু ফেসবুকই নয়, ইনস্টাগ্রামেও নিজের জন্মদিনের বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেছেন তিনি। পোস্ট করা ছবি আর ভিডিওতে দেখা যাচ্ছে, কাছের মানুষদের সঙ্গে জন্মদিন উদযাপন করছেন জয়া।
জন্মদিনে ছিল অভিনেত্রীর প্রিয় পোষ্য কুকুরও। তবে বিশেষ দিনটিতে মজার ঘটনাও ঘটেছে। জয়ার পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, জয়া জন্মদিনের কেক কাটার আগেই সে কেক খেয়ে ফেলেছে অভিনেত্রীর পোষ্য কুকুর।

এরপর কুকুরের প্রতি ভালোবাসা থেকেই সে খাওয়া কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন জয়া। জয়ার এমন কাণ্ডে ভক্তদের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

অনেকেই প্রাণীপ্রেমী জয়াকে শুভেচ্ছা জানিয়েছেন। আবার অনেকেই প্রশ্ন করছেন, প্রাণীপ্রেমী বলে কুকুরের খাওয়া কেক তারা খাবে?

জয়ার নিন্দুকেরা আবার বলছেন, কার জন্মদিন বুঝতে পারছেন না তারা। জন্মদিন কুকুরের নাকি জয়ার ছিল, এমন মন্তব্যও করেছেন অনেকে।

তবে পোস্ট করা ছবির ক্যাপশনে জয়া লিখেছেন তার জন্মদিনের অনুভূতি। পোস্টে লেখেন-

আমার জন্মদিনটি যে আমার আর নেই, এত এত এত ভালোবাসা, এত বেশি শুভেচ্ছা পেয়ে সেটাই বারবার মনে হচ্ছে। এই ছোট্ট জীবনে এত মানুষ আমাকে ভালোবেসেছেন এই ব্যাপারটা একজন শিল্পী হিসেবে আমার কাছে অনেক বড় শান্তির, অনেক বড় পাওয়া।

জয়া আরও লেখেন, আমার জন্য সবাই দোয়া করবেন, প্রত্যেক বছর এই দিনটিতে আপনারা আমাকে মনে করিয়ে দেন জীবন কতটা সুন্দর, আমি কতটা ভাগ্যবান এবং এ জন্য ধন্যবাদ আর কৃতজ্ঞতার থেকেও অনেক বেশি ভালোবাসা নেবেন সবাই, প্লিজ।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com