এবার দেশে বন্যার হওয়ার আশঙ্কা করে সবাইকে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (২ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন।
একইসঙ্গে বাজেট বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশও দেন সরকারপ্রধান। বলেছেন, অর্থবছর শুরুর ২-৩ মাসে বৃষ্টির কারণে কাজ করা যায় না, এই সময় প্রকল্প প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রকল্প পরিচালকদের প্রশিক্ষণে গুরুত্ব দিতে হবে।
পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম সাংবাদিকদের কাছে সভায় প্রধানমন্ত্রীর অনুশাসনগুলোর বিস্তারিত তথ্য তুলে ধরেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, চলতি অর্থবছরের শুরুতেই বর্ষাকাল হওয়ায় কাজ ঠিকমত করা যায় না। তাই দুই তিন মাসে উন্নয়ন প্রকল্পের দাফতরিক কাজ সম্পন্ন করতে বলেছেন প্রধানমন্ত্রী। বৃষ্টি শেষ হলেই যেন দ্রুত মাঠপর্যায়ের কাজ শুরু করা যায় সেটা বলেছেন। আর নিয়োগের পর প্রকল্প পরিচালকদের (পিডি) প্রশিক্ষণ এবং একজন পিডি যেন একাধিক প্রকল্প না পান, সেদিকেও খেয়াল রাখতে বলেছেন তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, একনেক সভায় প্রধানমন্ত্রীর অনুশাসনে বাজেট বাস্তবায়ন সুচারো করতে হবে বলেছেন। গত অর্থবছরের শেষ মুহূর্তে টাকা বরাদ্দ দেয়া হয়। সেই প্রকল্পগুলোর কাজের মান তদারকি করতে বলেছেন এবং প্রকল্পের কী অবস্থা তা জানতে চেয়েছেন তিনি।
তিনি আরও বলেন, রাজধানীর আশপাশে কৃষি জমি কিনে ফেলছেন আবাসন ব্যবসায়ীরা। কৃষি উৎপাদন ঠিক রাখতে কৃষি জমি নষ্ট না করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ভূমি অধিগ্রহণ বিশেষভাবে দেখতে হবে। পুনর্বাসন কঠিন কাজ। তিন ফসলি এলাকায় প্রকল্প নেয়া যাবে না, কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য।
দেশে বন্যা পরিস্থিতি নিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের আবহাওয়ায় পরিবেশগত যে ধারণা বা অবস্থা তাতে মনে হচ্ছে বন্যা হতে পারে। সেজন্য বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের যত ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ থানা রয়েছে সেগুলোর অবকাঠামোগত উন্নয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী-একনেক সভায় তার এসব অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী আবারও বলেন, দেশে বেশির ভাগ থানার অবস্থা বেহাল। যারা আমাদের নিরাপত্তা দেন, তারা যদি অনিরাপদ থাকেন তাহলে তারা কীভাবে নিরাপত্তা দেবেন। এজন্য দেশের সব ঝুঁকিপূর্ণ থানা উন্নয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।