বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত ‎জমি অধিগ্রহণের চেক প্রকৃত মালিকের পরিবর্তে আরেকজনের নামে প্রদান বাগেরহাটে জেলা পরিষদে দুদকের অভিযান বাগেরহাটের রামপালে বসতঘর পুড়ে সর্বশান্ত হলেন দিনমজুর গোবিন্দগঞ্জে চাঁদা না পেয়ে টিসিবি ডিলারের প্রতিনিধিকে মারধর, গোডাউনে বি এন পি নেতার তালা বিএনপি নেতার উপর  হামলা: বিচার দাবীতে প্রেসক্লাব রামপালে পুত্রের সংবাদ সম্মেলন আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা  মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার আদমদীঘিতে ১৫ দিন ধরে নিখোঁজ রাকিবের সন্ধান মিলছেনা সান্তাহারে দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল ও অভিভাবক সমাবেশে সান্তাহারে বন্ধু আড্ডা পক্ষ থেকে প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান

ভাড়া বাড়ল মেট্রোরেলের

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৪৬
ভাড়া বাড়ল মেট্রোরেলের
ভাড়া বাড়ল মেট্রোরেলের

২০২৪-২৫ অর্থবছরের প্রথম দিন থেকেই বাড়ল মেট্রোরেলের টিকিটের দাম। জাতীয় রাজস্ব বোর্ড ট্রোরেলের টিকিটের ওপর ১৫ শতাংশ মূল্যসংযোজন কর আরোপ করেছে। ফলে আজ থেকে মেট্রোরেলে চলাচল করতে রাজধানীবাসীকে বাড়তি ভাড়া গুনতে হবে।

সোমবার (১ জুলাই) সকালে মেট্রোরেলের প্রথম ট্রিপ থেকে এ মূল্যসংযোজন কর কার্যকর হয়েছে।

এর আগে, ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে মেট্রোরেল চালুর পর থেকে টিকিটের দামে ভ্যাট মওকুফ ছিল। এই মেয়াদ শেষ হয়েছে রোববার (৩০ জুন)।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সীর স্বাক্ষরিত এক চিঠিতে দাম বৃদ্ধির কথা জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ডিএমটিসিএল ভ্যাট অব্যাহতির সময়সীমা বাড়ানোর আবেদন করলেও এনবিআরের পর্যালোচনায় দেখা যায়, রূপকল্প ২০৪১ অনুযায়ী দেশকে এগিয়ে নিতে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড চলমান। এই কার্যক্রমগুলোর জন্য যথেষ্ট পরিমাণে তহবিল প্রয়োজন, যার প্রাথমিক উৎস প্রত্যক্ষ এবং পরোক্ষ কর।

চিঠিতে আরও বলা হয়েছে, দেশীয় শিল্পের বিকাশ, বিকল্প পণ্য আমদানি সক্ষমতা বাড়ানো এবং ক্ষুদ্র ও কুটিরশিল্পের বিকাশের জন্য পর্যায়ক্রমে কর অব্যাহতি দেওয়া হয়েছে। তবে ব্যাপক উন্নয়ন প্রচেষ্টা টেকসই করতে এবং কর-জিডিপি অনুপাত বাড়াতে সরকারকে ধীরে ধীরে এসব সুবিধা প্রত্যাহার করতে হবে। তারই অংশ হিসেবে মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতি প্রত্যাহার করা হচ্ছে।

নতুন অর্থবছরে মেট্রোরেলের টিকিটে ভ্যাট আরোপ করা হলেও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা ১০ থেকে ১৫ শতাংশ ছাড় পাবেন। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা ও তিন ফুটের কম উচ্চতার শিশুরা বিনামূল্যে মেট্রোরেলে চলাচল করতে পারবেন।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com