শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধার সুবিধা বঞ্চিত ৯৬ পরিবার পেল বিনামূল্যে টিউবয়েল দুপচাঁচিয়ার প্রতিবন্ধী গোফ্ফার নিখোঁজ মহান বিজয় দিবস উপলক্ষে তালোড়ায় মুড়াগাছা আলোকিত সমাজের উদ্যোগে পুরস্কার বিতরণ বাগেরহাটে ছাত্রলীগ নেতাকে আটকের ঘটনায় পুলিশের উপর হামলায় ওসি সহ আহত- ৩ বাগেরহাটে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালংকার লুট সাদ পন্থীদের কার্যক্রম বাতিলের দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত। সান্তাহারে দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত বিতরণ গাইবান্ধা নবাগত নারী পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা কিশোর গ্যাংয়ের হাতে ওষুধ ব্যবসায়ী শামীম হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ বাগেরহাটের রামপালে মুক্তিযোদ্ধা জলিল স্মরণে আমাদের গ্রাম’র ফ্রি মেডিকেল ক্যাম্প

বগুড়ার গাবতলীতে ৮৬ কেজি গাঁজা ও প্রাইভেটকার সহ ২ জন গ্রেফতার।

মুক্তার শেখ, বগুড়া
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৩৭
  • বগুড়ার গাবতলীতে ৮৬ কেজি গাঁজা ও প্রাইভেটকার সহ ২ জন গ্রেফতার

বগুড়া ডিবির একটি টিম গত ২৬ জুন বগুড়া সদর উপজেলার মাটিডালি বিমান মোড় এলাকায় অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারে যে, একটি সিলভার রংয়ের প্রাইভেটকারে ২ জন মাদক ব্যবসায়ী মা*দ*ক* দ্রব্য গাঁ*জা বহন করিয়া কুড়িগ্রাম থেকে বগুড়া সদর থানা এলাকার দিকে আসছে। মাটিডালি বিমান মোড় নামক স্থানের ঢাকা-রংপুর মহাসড়কের উত্তর পার্শ্বে মাহাথীর হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করিয়া বিভিন্ন যানবাহন ত*ল্লা*শী কালে প্রাইভেট কারটি থামানোর সংকেত দিলে উক্ত প্রাইভেট কারটি সংকেত অমান্য করে দ্রুত বেগে চেকপোষ্ট অতিক্রম করিয়া বগুড়া সদর থানাধীন সাবগ্রাম মোড়ের দিকে চলে যাইতে থাকে। তাৎক্ষণিক বাদী সঙ্গীয় অফিসার ফোর্স সহ তাদের সঙ্গে থাকা ডিবির সরকারী মাইক্রোবাস যোগে উক্ত প্রাইভেটকারের পিছু নিতে থাকে। প্রাইভেট কারটি সাবগ্রাম মোড় অতিক্রম করিয়া গাবতলী থানা এলাকার দিকে যাইতে থাকে। গাবতলী উপজেলার সোন্দাবাড়ী গ্রামস্থ সোন্দাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর প্রাইভেট কারটি থামাতে সক্ষম হয়। প্রাইভেটকারে থাকা চালক মোঃ নজরুল ইসলাম (৪৯) ও পাশের সিটে বসা মোঃ বাবুল হোসেন (৪১) কে, প্রাইভেটকারে কোন অবৈধ মাদকদ্রব্য আছে কিনা সে সংক্রান্তে জিজ্ঞাস্যবাদ করিলে তারা কোন সন্তোষজনক দিতে না পারায় তথায় উপস্থিত সাক্ষী ও আরো লোকজনের উপস্থিতিতে তাদের দেখানো মতে তাদের ব্যবহৃত সিলভার বংয়ের প্রাইভেটকারের বেকডালার ভিতরে রক্ষিত ছোট বড় ২০ (বিশ) টি পোটলায় সর্বমোট ৮৬ কেজি গাঁ*জা উদ্ধার করা হয়।
গ্রে*ফ*তা* কৃত আ*সা*মী* দের হলেন
১। মোঃ বাবুল হোসেন (৪১), পিতা-মোঃ খরেজ্জামাল (ঘ) খয়রুজ্জামান খয়রেত জামাল, গ্রাম কিশামত প্রাণকৃষ্ণ,
২। মোঃ নজরুল ইসলাম (৪৯), পিতা-মৃত রিয়াজ উদ্দিন, গ্রাম অনন্তপুর (মধ্য), উভয় থানা- ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম।৷ সর্বমোট ৮৬ (ছিয়াশি) কেজি মাদকদ্রব্য গাঁজা, একটি প্রাইভেটকার (যা মা*দ*ক* দ্রব্য পরিবহন কাজে ব্যবহৃত গ্রে*ফ*তা*র কৃত আ*সা*মী* দের বিরুদ্ধে গাবতলী থানায় মা*ম*লা রুজু করা হবে।
প্রকাশ থাকে যে, ধৃত আ*সা*মী মোঃ বাবুল হোসেন এর নামে ইতিপূর্বে ২ টি মা*দ*ক মা*ম*লা রহিয়াছে।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com