শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বাগেরহাটে ছাত্রলীগ নেতাকে আটকের ঘটনায় পুলিশের উপর হামলায় ওসি সহ আহত- ৩ বাগেরহাটে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালংকার লুট সাদ পন্থীদের কার্যক্রম বাতিলের দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত। সান্তাহারে দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত বিতরণ গাইবান্ধা নবাগত নারী পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা কিশোর গ্যাংয়ের হাতে ওষুধ ব্যবসায়ী শামীম হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ বাগেরহাটের রামপালে মুক্তিযোদ্ধা জলিল স্মরণে আমাদের গ্রাম’র ফ্রি মেডিকেল ক্যাম্প বাগেরহাট থেকে আটক হলো জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা মামলার আসামি ফুলবাড়ীতে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারী আটক গাইবান্ধায় ১ হাজার দুস্থ মানুষ পেলেন শীতবস্ত্র

লাশ কার ? এই বলেই পড়ে থাকল ৭ ঘন্টা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৪২
আদমদীঘির সান্তাহার রেলওয়ে লাশ
আদমদীঘির সান্তাহার রেলওয়ে লাশ


এলাকাটি রেল পুলিশের নাকি ফাঁড়ি পুলিশের? এই শঙ্কায় বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে রেস্ট হাউজ এলাকায় অজ্ঞাত (৪৫) এক ভিক্ষুকের লাশ পড়ে ছিলো প্রায় ৭ ঘন্টা। রেল পুলিশ না আসায় অবশেষে লাশটি উদ্ধার করেছে ফাঁড়ি পুলিশ।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে তারা লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। এদিকে লাশের ব্যাপারে কথা বলতে চেয়ে বিকালে সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেনের ফোনে একাধীকবার যোগাযোগ করা হলেও ফোন বন্ধ থাকায় তাকে পাওয়া সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানিয় সূত্রে জানাগেছে, দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার সান্তাহার রেলওয়ে রেস্ট হাউজের মূল গেটের সামনে ওই অজ্ঞাত ভিক্ষুকের লাশ পড়ে ছিলো।

সেখানকার নাইট গার্ড শফি লাশটি দেখার পর কয়েকজনকে সঙ্গে নিয়ে প্রায় ৫০ গজ উত্তরে (চা-বগান মহল্লার সড়কের সামনে) লাশটি রেখে যান। একারনে স্থানিয়রা রেল পুলিশকে খবর না দিয়ে ফাঁড়ি পুলিশকে খবর দেন। কিন্তু স্থানটি রেলওয়ে রেস্ট হাউজ সংলগ্ন হওয়ায় তারাই (রেল পুলিশ) লাশটি উদ্ধার করবে ভেবে বিকাল পর্যন্ত ফাঁড়ি পুলিশ সেখানে আসেন নি। পরে মানবিক কারনে ফাঁড়ি পুলিশের সদস্যরা লাশটি উদ্ধার করেন। লাশটি কেন সরিয়ে রাখলেন এ ব্যাপারে নাইট গার্ড শফির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com