মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৬:২০ অপরাহ্ন

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ২০৫



গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। গত (রবিবার, ২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শহরের ২নং রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
জানাযায় ,ট্রেনে কাটা পড়ে নিহত হওয়া অজ্ঞাত নিহত নারী গাইবান্ধা পৌর শহরের মাস্টারপাড়া এলাকার নয়ন চন্দ্র মহন্তের স্ত্রী।শ্রী নমিতা রানী মহন্ত (২৭)।
সোমবার (২৪ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা রেলওয়ে পুলিশের আইসি আব্দুল মতিন।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, নয়ন-নমিতা দম্পতির ১০ বছরের একটি ছেলে আছে। নয়ন তার স্ত্রী-সন্তান, মা-বাবা, ছোট ভাই, তার স্ত্রী ও তাদের সন্তানদেরকে নিয়ে একই বাসায় বসবাস করতেন। তাদের মধ্যে পারিবারিক অশান্তিও ছিল। এরই এক পর্যায়ে রোববার বিকেলে সবার অজান্তে নমিতা বাড়ি থেকে একাই বের হয়ে আসে। পরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে পৌর শহরের ২ নম্বর রেল গেট এলাকায় সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের সামনে দু’হাত মেলে ধরে দাঁড়িয়ে পড়েন নমিতা। এ সময় ওই ট্রেনে নিচে কাটা পড়ে ঘটনাস্থলে নমিতা মারা যান।
গাইবান্ধা রেলওয়ে পুলিশের আইসি আব্দুল মতিন বলেন, নিহত নমিতার আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করা হয়েছে। পরিবারের লোকজনকে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে ওই নারী আত্মহত্যা করেছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com