বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ।
দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুর জামান রিংকু, সহ-সভাপতি শহিদুল ইসলাম আবু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর কামাল হোসেন, তানজিমুল ইসলাম জামিল, শফিকুল ইসলাম, সাইফুল আলম সাকা, মোশাররফ হোসেন দুলাল, সমীরণ কুমার সরকার, শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সরদার মো. শাহীদ হাসান লোটন, মোসত্মাক আহমেদ রঞ্জু, শাহ আশরাফ কবীর, শাহ আশরাফ কবীর, আব্দুল লতিফ, মোসাদ্দেক হোসেন মামুন, শিমুল প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা আওয়াশীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক। আলোচনা শেষে দেশ ও জাতির উদ্দেশ্যে দোয়া করে তবারক বিতরণ করা হয়।