বগুড়ার আদমদীঘিতে মাত্র ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষনের চেষ্ঠার অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ দেলোয়ার হোসেন সাকিদার কে গ্রেপ্তার করেছেন পুলিশ।
ঘটনাটি ঘটেছে গত ২২ জুন শনিবার দুপুরে উপজেলার শিবপুর গ্রামে। এঘটনায় শিশু কন্যার মা বাদী হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন।
মামলাসুত্রে জানাযায়, আদমদীঘির শিবপুর গ্রামের দুই শিশু কন্যা বাড়ীর পাশের্^ খেলা করছিলো। এসময় একই গ্রামের খবির সাকিদারের ছেলে দেলোয়ার সাকিদার ঐ দুই শিশু কন্যাকে চকলেট দেয়ার প্রলোভন দিয়ে বাড়ীতে ডেকে নেয়। ৫ বছরের শিশু কন্যাকে বারান্দা ঝাড়ু দিতে বলে ৬ বছরের শিশু কন্যা কে শয়ন ঘরে নিয়ে ধর্ষণের চেষ্ঠা করে এসময় শিশু কন্যা কান্নাকাটি করতে লাগলে ছেড়ে দেয়।
শিশু কন্যারা কাঁদতে কাঁদতে বাড়ীতে এসে তার মায়ের নিকট ঘটনাটি খুলে বলে। শিশু কন্যার মা বাদী হয় গত ২৩ জুন রবিবার থানায় মামলা দায়ের করলে পুলিশ দেলোয়ারকে গ্রেপ্তার করেন।
আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবতী বলেন, শিশু কন্যাকে ধর্ষনের চেষ্ঠার অভিযোগে মামলা দায়ের ও আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়েছে।