গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছেন।
গত ২২ জুন শনিবার গাইবান্ধা সদর থানার টহল ডিউটি করাকালে তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে গাইবান্ধা উপজেলার হাতিমারা বাজার এলাকা হতে এদের গ্রেফতার করে গাইবান্ধা র্যাব-১৩,
গ্রেফতারকৃত আসামিরা হলেন, পলাশবাড়ী উপজেলার বুজরুক বিষ্ণুপুর গ্রামের আবুল হাজির ছেলে আতিয়ার রহমান ও মধু মিয়ার ছেলে আবুল কাশেম।
বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামীদ্বয় বলে তাহারা স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য ধৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।