দেশের তিন বিভাগে ভারি বর্ষণের পূর্বাভাস রয়েছে বলে জানিয়ে আবহাওয়া অফিস, যা অব্যাহত থাকতে পারে ৩ দিন। তিনটি বিভাগের মধ্যে রয়েছে—রংপুর, ময়মনসিংহ ও সিলেট। এই তিন বিভাগের পাশাপাশি অন্যান্য বিভাগগুলোতেও কম-বেশি বৃষ্টির আভাস রয়েছে।
শনিবার (২২ জুন) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এ পরিস্থিতিতে নেত্রকোনায় শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া ঢাকাসহ দেশের বেশ কিছু স্থানেই বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অফিস বলছে, দেশের সব বিভাগেই শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
এদিকে তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিস বলছে, রাজশাহীতে শুক্রবার (২১ জুন) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ শনিবার দেশের সর্বনিম্ন ২৪.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বান্দরবানে।
এ অবস্থায় শনিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রোববার (২৩ জুন) দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরদিন সোমবার (২৪ জুন) তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।