টাঙ্গাইলের মধুপুরে মাহিন্দ্রা ও প্রাইভেটকারের সংর্ঘষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছে। আজ শুক্রবার (২১ জুন) সকালে পৌরসভার মালাউড়ি এলাকার টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মধুপুর থেকে একটি প্রাইভেটকার টাঙ্গাইলের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে প্রাইভেটকারটি মালাউড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রায় থাকা একজন যাত্রী নিহত হয়। এছাড়া আরও নয়জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নূরুল আমিন জানান, সকালে মালাউবাড়ী এলাকায় প্রাইভেটকার ও মাহিন্দ্রাসহ ত্রি-মুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মাহিন্দ্রার একজন মারা যায়। আহত হয় ৯ জন।
এরপর তাদের উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেওয়ার পথে আরও এক জনের মৃত্যু হয় বলে জেনেছি। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।