পরিবারপরিজনের সঙ্গে পবিত্র ঈদুল আজহার ছুটি উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষেরা। । কেউ পরিবার নিয়ে, আবার কেউ পরিবারকে রেখে ফিরছেন। পাশাপাশি ঈদের ছুটিতেও জরুরি পেশায় নিয়োজিত যেসব মানুষ ঢাকায় ছিলেন, তারা এখন প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে গ্রামে যাচ্ছেন। এ সংখ্যাটা অবশ্য খুব কমও নয়।
বৃহস্পতিবার (২০ জুন) ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়তে শুরু করে দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো। বরিশাল, বরগুনা, ভোলা, ভান্ডারিয়া, লালমোহন ও চরফ্যাশনসহ দেশের বিভিন্ন রুটের লঞ্চ এসে ভিড়তে থাকে ভোর ৪টা থেকেই। সেখানেই যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা বেশিরভাগই কর্মজীবী।
কমলাপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বরতরা বলছেন, মঙ্গলবার (১৮ জুন) থেকেই ফিরতি ট্রেনের যাত্রা শুরু হয়েছে। ট্রেনে করে যেসব মানুষ ঢাকা ছেড়েছিলেন ঈদের আগে, তাদের অধিকাংশই এখন ফিরতে শুরু করেছেন। ঢাকায় ফেরা সবগুলো ট্রেন যাত্রীতে পরিপূর্ণ ছিল। ট্রেনের ফিরতি টিকিটও অনলাইনে বিক্রি হওয়ায় এবং শিডিউল বিপর্যয় না হওয়ায় বড় ধরনের কোনো ভোগান্তিতে পড়তে হচ্ছে না যাত্রীদের।
এদিকে, সরেজমিনে কমলাপুর রেলওয়ে গিয়ে দেখা যায়, ঢাকায় ফেরা ট্রেনের যাত্রীদের প্ল্যাটফর্মে নেমে টিকিট দেখিয়ে স্টেশন ত্যাগ করতে হচ্ছে। বিশৃঙ্খলা এড়াতে স্টেশনের গেটে দায়িত্ব পালন করছেন নিরাপত্তাকর্মী ও রেলওয়ের কর্মকর্তারা। অন্যদিকে টিকিট ছাড়া কাউকে স্টেশনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
তবে, এখনও ঢাকামুখী মানুষের ঢল তেমনভাবে শুরু হয়নি। স্কুল-কলেজ না খোলায় অনেকেই পরিবার রেখে শুধু কাজের তাগিদে ছুটে এসেছেন। তাই, যাত্রীরা নিরাপদে এবং স্বস্তিতেই ফিরছেন। পরিবার-পরিজনের সাথে ঈদ করতে পেরে সবাই খুশি। এবারের ঈদযাত্রা বেশ নির্বিঘ্ন ছিল বলেও জানিয়েছেন তারা।