বগুড়ার আদমদীঘিতে সরকারী কাজে বাধা ইউপি সদস্যকে মারপিটে নগদ দুই লক্ষ টাকা ছিনতাইয়ের মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছেন পৃলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কাশিমিলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রহিম
মামলা সুত্রে জানাযায়,আদমদীঘির সান্তাহার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য শামীম মল্লিক সরকারী প্রকল্প কাশিমিলা গ্রামের মাস্টারপাড়ার রাস্তার কাজ করিতেছে।
গত ১৫ জুন সকাল ১০ ঘটিকার সময় কাশিমিলা গ্রামের তানজিয়ার, রহিম,আতোয়ার হোসেন ও বক্কর সকলেই শাবল,চাকু, ও লোহার রড নিয়ে আর্তকিতভাবে নির্মাধিন রাস্তার কাজের বাধা প্রদান করে। এসময় ইউপি সদস্য প্রতিবাদ করলে প্রতিপক্ষরা ইউপি সদস্য শামীম মল্লিককে হত্যার উদ্যেশে মারপিট করে এসময় তার ডাকচিৎকারে শিবরা বেগম অগিয়া আসলে তাকে মারপিটে শ্লীলতাহানি ঘটিয়ে ২ লক্ষ টাকা ছিনতাই করিয়া নিয়ে যায়। এঘটনায় ইউপি সদস্য শামীম মল্লিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
আদমদীঘি খানার ওসি রাজেশ কুমার চক্রবতী মামলা দায়েরের কথা নিশ্চিত করে বলেন, এঘটনায় একজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।