পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার উদ্যোগে ভিজিএফ কর্মসূচীর আওতায় উপকারভোগী গরীব ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
গত ১৩জুন বৃহস্পতিবার সকালে পৌরসভা চত্বরে এ চাল বিতরণ করেন তালোড়া পৌর মেয়র আব্দুল জলিল খন্দকার। এসময় ট্যাগ অফিসারের প্রতিনিধি তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ সুজাব উদ্দিন সহ পৌরসভার কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। এদিন ১হাজার ৫’শ ৪০জন গরীব ও অসহায় মানুষের মাঝে ১০কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।
#