২০২৩-২৪অর্থ বছরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর আওতায় দুপচাঁচিয়া পৌরসভায় তালিকা অনুযায়ী উপকারভোগীদের মাঝে চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। গত ১১জুন মঙ্গলবার সকালে পৌরসভা চত্বরে এ চাল বিতরনের উদ্বোধন করেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মহিদুল ইসলাম, কাউন্সিলর ইউনুছ আলী মহলদার মানিক, ট্যাগ অফিসার উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক দিপক কুণ্ডু, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান, প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামাল, প্রধান সহকারী মাহমুদুল হোসেন খান ফুয়াদ, উচ্চমান সহকারী মাহমুদুল হাসান খান প্রমুখ। এ পৌরসভায় ৯টি ওয়ার্ডের প্রস্তুতকৃত তালিকার ৪হাজার ৬’শ ২১জন উপকার ভোগীদের মাঝে ১০কেজি করে ৪৬.২১০মে.টন চাল পর্যায়ক্রমে বিতরণ করা হবে।