সিলেট নগরীর চামেলীবাগ এলাকায় টিলা ধসে একই পরিবারের নারী ও শিশুসহ তিনজন মাটিচাপা পড়েছেন। এছাড়াও তিনজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
আজ সোমবার (১০ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আটকে পড়া তিনজন হলেন চামেলিবাগ এলাকার ২নং রোডের ৮৯নং বাসার মৃত রফিক উদ্দিনের ছেলে করিম উদ্দিন (৩১), তার স্ত্রী শামীমা আক্তার রোজী (২৫) এবং তাদের শিশুসন্তান তানি।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট সিটি করপোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, সকাল ৬টার দিকে বিকট শব্দে টিলা ধসে পড়ে। এ সময় দুই পরিবারের ৫ জন মাটিচাপা পড়ে। ইতোমধ্যে একটি পরিবারের ২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরেকটি পরিবারের ৩ জন আটকা পড়েছেন।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, বৃষ্টির কারণে টিলা ধসে একটি আধাপাকা ঘরের উপরে পড়েছে। ওই ঘরের নিচে তিন জন মানুষ রয়েছেন।