বগুড়ার আদমদীঘিতে রাতে পুকুর পাড়ে আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আবেদা বেগম (৬৫) নামের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (৮ জুন) রাতে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুমারবাড়ি গ্রামের রহিম উদ্দিন মন্ডলের মেয়ে।
জানায়ায়, আবেদা বেগম নামের ওই নারী প্রায় ৩০ বছর যাবত আদমদীঘি উপজেলার লক্ষীপুর গ্রামে আব্দুল কাদের ছেদ্দার বাড়িতে গৃহকর্মী হিসেবে ছিল। গতকাল শুক্রবার দিবাগত সাড়ে ১০ টার দিকে আদমদীঘি উপজেলার উপর দিয়ে ঝড়বৃষ্টি হয়। ঝড় বৃষ্টির পর গৃহকর্মী আবেদা বেগম লক্ষীপুর গ্রামের ঈদগাহ মাঠের পাশে একটি পুকুর পাড়ে আম কুড়াতে যায়। সেখানে বৈদ্যুতিক লাইনের খোলা তার ছিড়ে পড়ে ছিল। রাতের আধারে ওই খোলা বৈদ্যুতিক তার গৃহকর্মী আবেদা বেগম স্পর্শ করলে বৈদ্যুতিক তারে আটকে মাটিতে পড়ে থাকে। এসময় লুৎফর রহমান নামের অপর ব্যক্তি আম কুড়াতে গিয়ে দেখতে পেয়ে বিদ্যুৎ অফিসে খবর দেয়ার পর বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
গৃহকর্তা আব্দুল কাদের ছেদ্দা ও মৃত আবেদা বেগমের বোন মজিদা বেগম জানায়, রাতে আম কুড়াতে গিয়ে অসাবধানতায় বিদ্যুতায়িত হয়ে আবেদা মারা যায়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এ. কে. এম. মঈন উদ্দিন জানান, এ ঘটনায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করে থানায় একটি ইউডি মামলা হয়েছে।