বিএনপি ধ্বংস করার ক্ষমতা কারও নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন , ‘বিএনপিই একমাত্র দল, যারা টিকে থাকবে। স্বাধীনতা শুধু বিএনপির হাতেই নিরাপদ। অন্য কারও কাছে নয়।’
আজ শুক্রবার (৩১ মে) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে মহানগর দক্ষিণ বিএনপির গণদোয়া অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, ‘জিয়ার নাম শুনলে অনেকের গাত্রদাহ হয়। যেটা যাদের করার দরকার ছিল, তারা তা করতে পারছে না বলেই এই গাত্রদাহ।’
সরকার দেশকে তলাবিহীন ঝুড়ি করে ফেলেছে দাবি করে তিনি বলেন, ‘জ্বালানি তেলের দাম আবারও বাড়িয়েছে সরকার। এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে মানুষের। এবার তো আরও খারাপ অবস্থা হবে।’
দেশে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে উল্লেখ করে আব্বাস বলেন, ‘আগে বর্গিরা লুট করে চলে যেত। কিন্তু এখন ক্ষমতায় বসে পড়েছে আওয়ামী বর্গিরা। তারা ক্ষমতা দখলে করেছে।’