ভালোবেসে বিয়ে করেছিলেন ঢাকাই সিনেমার লাস্যময়ী নায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজ। কিন্তু বিয়ের দুই বছরের মধ্যেই বিচ্ছেদের পথে হাঁটেন এ তারকা দম্পতি। বিচ্ছেদের পর থেকে একেঅপরের মুখ দেখা দেখি বন্ধ। তাদের একমাত্র ছেলে পুণ্য পরীমণির কাছেই বড় হচ্ছে। এত দিনে সন্তানকেও দেখার সুযোগ হয়নি রাজের। কিন্তু হঠাৎ করে তাদের দুজনকে ঘিরে যেন দৃশ্যপট পাল্টাচ্ছে। মাসখানেক হলো পরীর বাসায় যাতায়াত করেছেন রাজ। এর মধ্যে কয়েকটি অনুষ্ঠানেও দুজনের দেখা হয়েছে।
বিষয়টি নিয়ে সম্প্রতি একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন পরীমণি। জানিয়েছেন, কিছুদিন আগে রাজ তার বাসায় এসেছেন। একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করেছেন।
পরী বলেন, ‘আমার বাসায় তার গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ছিল। সেগুলো এসে নিয়ে গেছে। আমি রান্না করেছিলাম, সবাই মিলে একসঙ্গে খাওয়া-দাওয়া করেছি। এই আর কি।’
এই নায়িকা জানান, বাসায় এসে ছেলে পূণ্যর সঙ্গে দেখা হয়েছিল রাজের। কিন্তু বাবাকে চিনতে যেন একটু সময়ই লেগেছে পুত্রের। পরীর কথায়, ‘পূণ্যর সঙ্গে দেখা হয়েছে রাজের। তবে বাবা হিসেবে রাজকে চিনতে সময় লেগেছে ছেলের। এটা রাজের জন্যই নির্মম।’
রাজের বাসায় আসায় পরীমণির সঙ্গে সম্পর্কে বরফ গলছে কি না এমন প্রশ্নে অভিনেত্রীর সাফ উত্তর, ‘বাসায় ঢুকতে চাইলে তো আর না করতে পারিনা। হাজার হলেও সে আমার সন্তানের বাবা। তবে তার প্রতি আমার ঘৃণা রয়েছে। সে আমার জীবনে অতীত।’