মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত মোংলায় ৪০টি গীর্জায় উদযাপিত হচ্ছে শুভ বড়দিন বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত ‎আগামীর বাংলাদেশ হবে সাম্যের ‎-জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দুপচাঁচিয়ায় সাকিবকে মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচী পালিত দুপচাঁচিয়ায় ওএমএস ডিলার নিয়োগে লটারী অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই রাখাল নিহত গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

দুপচাঁচিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিপ্লব বেসরকারিভাবে নির্বাচিত

গোলাম মুক্তাদির সবুজ দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম বুধবার, ২২ মে, ২০২৪
  • ২৬৪
দুপচাঁচিয়ার বিজয়ীরা


৬ম উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদ নির্বাচন ২১মে মঙ্গলবার অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ানম্যান পদে দুপচাঁচিয়া উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব (মোটরসাইকেল) ৩৭হাজার ৫’শ ৪৬ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ফজলুল হক প্রামানিক(আনারস) পেয়েছেন ২০হাজার ৪’শ ২৯ ভোট, ৭হাজার ১’শ ৫০ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন উপজেলা আ’লীগের সদস্য মাহবুবা নাছরিন রূপা(কাপ পিরিচ)। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দুপচাঁচিয়া পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার(তালা) ২৭হাজার ৬’শ ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু বক্কর সিদ্দিক আলম(টিউবওয়েল) পেয়েছেন ২৭হাজার ২’শ ৫৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাহমিদা আক্তার(হাঁস) ২৯হাজার ৪’শ ৭৩ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খাতিজা আক্তার রিতা(প্রজাপতি) পেয়েছেন ১৯হাজার ৮’শ ৫১। এ উপজেলায় ২টি পৌরসভা ও ৬টি ইউনিয়নের মোট ভোটার ১লাখ ৫৬হাজার ৩’শ ৭১জন। এর মধ্যে পুরষ ভোটার ৭৮হাজার ১’শ ২৬, মহিলা ভোটার ৭৮হাজার ২’শ ৪৪জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ১জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোট প্রদানের হার প্রায় সাড়ে ৪৩%।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি চেয়ারম্যান পদে আহম্মেদুর রহমান বিপ্লব(মোটরসাইকেল), ভাইস চেয়ারম্যান পদে আমিনুর রহমান মহলদার(তালা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাহমিদা আক্তার (হাঁস) বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
একাত্তরের দেশ

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com