গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ আক্রমণের পরিকল্পনার বিষয়ে ওয়াশিংটনের উদ্বেগ নিরসনে ইসরায়েল ব্যর্থ হওয়ার পর গত সপ্তাহে যুক্তরাষ্ট্র বোমার একটি চালান স্থগিত করেছে। একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা মঙ্গলবার এ কথা বলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা তথ্য জানিয়ে বলেছেন, ‘আমরা গত সপ্তাহে অস্ত্রের একটি চালান স্থগিত করেছি। এতে ১,৮০০টি ২,০০০-পাউন্ড (৯০৭ কেজি) ওজনের এবং ৫০০-পাউন্ড (২২৬ কেজি) ওজনের ১,৭০০টি বোমা রয়েছে।’
কর্মকর্তা বলেন, ‘আমরা কীভাবে এই চালান নিয়ে এগিয়ে যাব সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি।’
ওয়াশিংটনের বিরোধিতা সত্ত্বেও ইসরায়েল যখন রাফাহতে একটি বড় স্থল অভিযানের দ্বারপ্রান্তে তখন বাইডেন প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।
মার্কিন কর্মকর্তা বলেন, ইসরায়েলি এবং মার্কিন কর্মকর্তারা বিকল্প নিয়ে আলোচনা করছিলেন, তবে ‘ওই আলোচনা চলছে এবং আমাদের উদ্বেগগুলো পুরোপুরি সমাধান করেনি।’
তিনি বলেন,‘যেহেতু ইসরায়েলি নেতারা এই ধরনের অভিযানের বিষয়ে সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে।’ সে কারণে ‘আমরা বিশেষ অস্ত্রের প্রস্তাবিত চালান স্থানান্তরের বিষয়টি সাবধানে পর্যালোচনা করতে শুরু করেছি, এসব অস্ত্র ইসরায়েল রাফাহতে ব্যবহার করতে পারে। এই আলোচনা এপ্রিলে শুরু হয়েছিল।
একাত্তরের দেশ