মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত মোংলায় ৪০টি গীর্জায় উদযাপিত হচ্ছে শুভ বড়দিন বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত ‎আগামীর বাংলাদেশ হবে সাম্যের ‎-জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দুপচাঁচিয়ায় সাকিবকে মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচী পালিত দুপচাঁচিয়ায় ওএমএস ডিলার নিয়োগে লটারী অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই রাখাল নিহত গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুরে একটি ব্যাটারি তৈরির কারখানার বয়লার বিস্ফোরণে চীনা নাগরিক নিহত

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২৪৪

গাজীপুরে একটি ব্যাটারি তৈরির কারখানার বয়লার বিস্ফোরণে এক চীনা নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরের কাশিমপুর থানা এলাকায় পলাশ হাউজিংয়ে টং রুইদা ইন্ডাস্ট্রি নামের ওই কারখানায় বয়লারে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে চীনা নাগরিকের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন।

নিহত চীনা প্রকৌশলীর নাম পিউ শুকি বলে জানানো হয়েছে। তার বয়স ৫২।

এ ছাড়া আহত হয়েছেন অমল ঘোষ (৩২), দেলোয়ার হোসেন, আব্দুর রহিম, আমিনুর রহমান, ডালিম আহমেদ ও রাজু।

এর মধ্যে গুরুতর দগ্ধ আমল ঘোষকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং অন্যদের গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিদর্শক মহিউদ্দিন বলেন, ঈদের ছুটির পর মঙ্গলবার কারখানাটি খোলা হয়। সন্ধ্যার পর শ্রমিকরা কারখানার বয়লার চালু করতে যান। কিন্তু বয়লারটি চালু হচ্ছিল না। তখন চীনা প্রকৌশলী সেটি মেরামত করতে যান। তখন বিকট শব্দে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে।

নিহত চীনা প্রকৌশলীর মরদেহ শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাজীপুরের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, খবর পেয়ে কাশিমপুরের সারাবো স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা

একাত্তরের দেশ

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com