আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়া জেলার ঐতিহ্যবাহী সমবায় সংগঠন আদমদীঘি ইউনিয়ন বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
গত সােমবার (৮ এপ্রিল) সকাল ১০ টায় সমিতির নিজস্ব কার্যালয়ে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি খদকার মেহেদী হাসানের সভাপতিত্ব সভায় বক্তব্য রাখন, সাধারণ সম্পাদক আনায়ার হােসাইন, সহ সভাপতি আমানুল্লাহ, সাবেক অধ্যক্ষ বয়েজ উদ্দিন, পরিচালক আনােয়ারুল হক আনার, খন্দকার আবু সাইদ রাসু, রফিকুল ইসলাম মাষ্টার, গুলজার রহমান প্রমুখ। ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত সাধারণ সভায় বিগত ২০২২-২০২৩ অর্থ বছরের আয় ব্যায়ের হিসাব, বার্ষিক রিপাের্ট পেশ ও আগামী অর্থ বছরের সম্পূরক বাজেট উপস্থাপন সর্বসম্মতিক্রম অনুমােদিত হয়।
সভায় সমিতির ১৮৭জন সদস্যদের মাঝে ঈদুল ফিতের উপলক্ষ্যে ঈদ বােনাস হিসাব অর্থ প্রদান করা হয়।
একাত্তরের দেশ