আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘিতে চোরাই মোটরসাইকেল ও কিছু যন্ত্রাংশসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে আদমদীঘি থানা পুলিশ। গত শুক্রবার (৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টায় আদমদীঘি সদরের ডালম্বা গ্রামের মাজারের দানবাক্সের পাশে আনিছুর রহমানের দোকান ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি সদরের ডালম্বা গ্রামের ইয়াছিন আলীর ছেলে আনিছুর রহমান (২৯), বড় মালশন গ্রামের ইউনুছ আলির ছেলে মোতালিব হোসেন (২৩) ও উথরাইল জাহানাবাজ গ্রামের সাইদুর কাজীর ছেলে রবিউল কাজী (২২)। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি মামলা হয়েছে।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম জানান, গত শুক্রবার রাতে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির অদুরে ডালম্বা গ্রামের মাজারের দানবাক্সের পাশে জনৈক আনিছুর রহমানের টিনসেড দোকান ঘরের ভিতরে চোরাই মোটরসাইকেল বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিক্তিতে রাত সাড়ে ৯টায় সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার এবং দোকান ঘর থেকে একটি নম্বর বিহীন ডিসকোভার মোটরসাইকেল, অন্য মোটরসাইকেলের একটি সিট,দুটি সাইড কভার, একটি হেডলাইট, একটি চেইন কভারসহ বেশ কিছু চোরাই মোটরসাইকেলের যন্ত্রাংশ উদ্ধার করা হয়। আদমদীঘি থানা অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃতদের গতকাল শনিবার (৬ এপ্রিল) দুপুরে আদালতে পাঠানো হয়েছ
একাত্তরের দেশ