বগুড়ার আদমদীঘিতে বাজার থেকে অটো ভ্যান যোগে বাড়িতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে সজীব হোসেন (২৩) নামের এক যুবক নিহত হয়েছে।
শুক্রবার (২৯মার্চ) সকালে উপজেলার বরিয়াবার্তা রাস্তায় বলদা কুড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজীব হোসেন আদমদীঘি উপজেলা চাঁপাপুর ইউপির গোবিন্দপুর মাজার পাড়া গ্রামের আমিনুর ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে সজীব আদমদীঘির চাঁপাপুর বাজারে কাজ শেষ করে অটো ভ্যান যোগে বাড়ি ফেরার সময় বরিয়াবার্তা বলদা কুড়ি নামক স্থানে পৌঁছালে অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে সাথে সজোরে ধাক্কা লেগে ছিটকে পড়ে গুরুতর আহত হন সজীব। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টায় সজীব হোসেন মারা যান।
আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক তদন্ত একেএম মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।
একাত্তরের দেশ