নওগাঁর সাপাহারে ভুটভুটি উল্টে চাপা পড়ে ভুটভুটি চালক ইমাদুল হকের (৩৫) মৃত্যু হয়েছে। গত ২৭র্মাচ রাত সাড়ে ১২টায় উপজলোর বড়পুকুরয়িা রাস্তার মোড়ে এর্দুঘটনাটি ঘটে।
নিহত ইমাদুল সাপাহার উপজলোর ফুটকইল পশ্চিমপাড়া ইয়াছিন আলীর ছেলে।
জানাযায়, খেড়ুন্দার জনৈক মৎস্য চাষীর পুকুরে মাছ আনতে ইমাদুল ভুটভুটি নিয়ে যাওয়ার পথে উপজেলার বড়পুকুরিয়া নামক স্থানে পৌছলে ভুটভুটটিি রাস্তার পাশে খাদে উল্টে পড়ে যায়।
এসময় চালক ইমাদুল ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলইে মৃত্যু হয়। স্থানীয়রা দেখতে পেয়ে লাশ উদ্ধার করে দাফন সম্পন্ন হয়।
একাত্তরের দেশ