জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত র্যাব কর্মকর্তা আব্দুল হালিম (৫৬) মারা গেছেন। ২৫ মার্চ দুপুর ১২টার দিকে জামালপুর-মাদারগঞ্জ মহাসড়কের হাজরাবাড়ি বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আব্দুল হালিম জটিয়ারপাড়ার শরিফ উদ্দিনের ছেলে।
হাজরাবাড়ি পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর ফেরদৌস আলী জানিয়েছেন, আব্দুল হালিম জামালপুরগামী একটি ইজিবাইককে ওভারটেকিং করতে গেলে ইজিবাইকের ধাক্কায় মাটিতে পড়ে যান। পিছন থেকে আসা আরেকটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। অফিসার ইনচার্জ রাজু আহম্মেদ জানান-ট্রাকটি পুলিশ হেফাজতে আনা হয়েছে। ড্রাইভারকে আটকের অভিযান চলছে।
একাত্তরের দেশ